ভোলায় লালমোহন ও চরফ্যাশন উপজেলার ৫টি ইউনিয়নের আকস্মিক ঘূর্ণিঝড়ের আঘাতে দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকের ঘরের ছাউনি উড়ে গেছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুটি।
বুধবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে, লালমোহনের গজারিয়া, লর্ডহার্ডিঞ্জ ও চরউমেদ ইউনিয়ন এবং চরফ্যাশনের নূরাবাদ, নীলকমল ও ওসমানগঞ্জ ইউনিয়ন। এছাড়া লালমোহনে একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভবন বিধ্বস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন এমপি শাওন।