লালমোহনে নতুন করে আরো ৩জন করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে। এরা হলো পৌরসভার পানি শাখার কর্মকর্তা নজরুল, মক্তব বাজারের মালেক মেম্বার বাড়ির আশিক ও তার চাচী হাবিবা।
এনিয়ে লালমোহনে ১২ জন করোনা আক্রান্ত। সুস্থ হয়েছে ২ জন। তবে করোনা প্রতিরোধে স্থানীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান গ্রহন করায় করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পায়নি বলে অভিমত সাধারণ জনতার।