ঝালকাঠি জেলা পুলিশ খুলনা আঞ্চলিক মহা সড়কে বিভিন্ন স্থানে অবৈধ চাঁদা আদায় বন্ধের অভিযান চালিয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ঝালকাঠি গাবখান ব্রীজের পূর্বপারে টোলপ্লাজায় অফিসের সামনে দাঁড়িয়ে বিভিন্ন যাবাহনের ড্রাইভারদের সাথে কথা বলেন তিনি। এসময় জেলার কোথাও চাঁদা না দেয়ার নির্দেশ দেন। পুলিশকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পরিবহন শ্রমিকদের অনুরোধ জানান।
এদিকে ঝালকাঠি বাসস্ট্যন্ড ব্রীজের পশ্চিম পাড়ে যুব উন্নয়ন অফিসের সামনে মহাসড়কের পাশে ঝালকাঠি পৌরসভার অবৈধ টোলঘর নির্মাণ করে যানবাহন থেকে অবৈধ চাঁদা তোলার অভিযোগ থাকায় জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ টোলঘরটি ভেঙ্গে খালে ফেলে দিয়।
ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিশেষ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। জেলার মধ্যে কোথায় মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।