বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

করোনা যুদ্ধে জয়ী হলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান

করোনা যুদ্ধে জয়ী হলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান

করোনা ভাইরাস আক্রন্ত হয়ে মনবল নিয়ে জয়ী হলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন(৬২)।

উপজেলা পরিষদের চেয়ারম্যানের একান্ত সহকারী কামাল হোসেন জানান, গত ৯ জুন নমুনা রিপোর্টে পজেটিভ আসে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্যারের।

তিনি ওই দিনই ঢাকার ধানমন্ডি নিজ বাসায় ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা সেবা নিয়েছেন। ২২জুন তার নমুনা পরীক্ষা করা হয়।

২৩জুন মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান স্যারের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে। এদিকে তার করোনা আক্রান্তের সংবাদে চরফ্যাশন উপজেলার পরিষদসহ বিভিন্ন মসজিদ মন্দিরে সুস্থ্যতা কামনা করে দোয়া মুনাজান ও প্রার্থণা করা হয়েছিল।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন বলেন, আমি মনবল না হারিয়ে নিজে করোনা ভাইরাস প্রতিরোধ মূলক কার্যকলাপ করে ছিলাম।

এবং ডাক্তারের মরামর্শ মোতাবেক চলছিলাম। ইনশাহ আল্লাহ আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার নেগেটিভ আসছে। আমি ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে কৃতজ্ঞ তিনি সার্বক্ষণিক আমার খোঁজ খবর নিয়েছেন।

এ ছাড়াও আমি চরফ্যাশনের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমাকে ফোন করে এবং আমার জন্যে মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা করে আমার সুস্থ্যতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech