বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সুপারভাইজার ও ইনচার্জকে ম্যানেজ করে ছুটি না নিয়ে টানা ১০ দিন কর্মস্থলে অনুপস্থিত

সুপারভাইজার ও ইনচার্জকে ম্যানেজ করে ছুটি না নিয়ে টানা ১০ দিন কর্মস্থলে অনুপস্থিত

বিপ্লব আহমেদ:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোঃ রাজু কোন ছুটি না নিয়ে টানা ১০ দিন থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও কোন ধরনের ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের হাজিরা খাতায় দেখা গেছে চলতি মাসের ১ তরিখ থেকে ১০ তারিখ পর্যন্ত রাজু কর্তৃপক্ষের নিকট থেকে কোন ছুটি না নিয়ে তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। রাজুর দাবী তিনি কর্তৃপক্ষের নিকট থেকে ছুটি নিয়েই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তবে রাজু যদি ছুটি নিয়েই থাকেন তাহলে হাজিরা খাতায় অনুপস্থিত লেখা থাকার কারনটা অজানা থেকেই যায়।

অভিযোগ রয়েছে নার্সিং সুপারভাইজার আবুল কালাম ইদ্রিস ও জরুরী বিভাগের ইনচার্জ হরে কৃষ্ণ সিকদারের পরস্পর যোগসাজসে রাজুর ম্যানেজ প্রক্রিয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে অভিযুক্ত রাজু বলেন, আমি স্বানাপের সভাপতি মোস্তাফিজুর রহমানের নিকট থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছি। তবে মৌখিকভাবে অনুমতি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার কোন নিয়ম রয়েছে কিনা এমন প্রশ্নের কোন উত্তর দেননি রাজু। রাজুর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে নার্সিং সুপারভাইজার আবুল কালাম ইদ্রিসের নিকট জানতে চাইলে তিনিও রাজু পক্ষ নিয়ে কথা বলেন।

তিনি জানান রাজু নাকি অসুস্থ। রাজুর সাথে কথা বলে তিনি প্রতিবেদককে জানানোর কথা বললেও তিনি আর কিছু জানাননি। তবে প্রতিবেদক পুনরায় ইদ্রিসকে ফোন করলে সে তার চিকিৎসক পরিচয় দেয়া ছেলে গালিবকে দিয়ে প্রতিবেদকের সাথে অশালীন আচরণ করান। এছাড়া গালিব প্রতিবেদককে দেখে নেয়ার হুমকি দেয়। ইনচার্জ হরে কৃষ্ণ সিকদার বলেন, রাজু সরকারি চাকরিতে বাৎসরিক ছুটি পাবে সেটা থেকে এই ১০ দিনের অনুপস্থিত থাকা সামঞ্জস্য করা হবে।

তবে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কিংবা ছুটির দরখাস্ত না করে এভাবে অনুপস্থিত থাকার নিয়ম রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর তিনিও দেননি। নার্সিং সেবা তত্বাবধায়ক সেলিনা আক্তার অসুস্থ থাকায় এ বিষয়ে তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রাজুর একাধিক সহকর্মীরা জানান, রাজু নেশাজাতীয় ট্যাবলেটে আসক্ত। নেশাগ্রস্ত থাকায় সে প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকে। প্রতিবারই কর্তৃপক্ষকে ম্যানেজ করায় তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয় না।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech