ভোলার দৌলতখানে ৫০ পিস ইয়াবাসহ জুয়েল (৩০) ও আব্বাস (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভোলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শান্তনু দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়ীবাঁধ সংলগ্ন মোসলেউদ্দিন ওরফে মুসার বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জুয়েল ওই ইউনিয়নের একই ওয়ার্ডের ফরিদ লাটের ছেলে এবং আব্বাস একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমীনের ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে ভোলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ জানান, মাদক বিক্রির সময় জুয়েল ও আব্বাসকে হাতে-নাতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।