নেক থ্রো ক্যাচেস ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়ে গিনিস বুক অব ওয়ার্ল্ডে নাম লেকানো ঝালকাঠির ২২ বছরের যুবক আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা পরিষদ।
রোববার সকাল সাড়ে ১১ টায় পরিষদের অডিটরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।
২০১৬ সালের ৫ নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক ‘নেক থ্রো অ্যান্ড ক্যাচেস’ ক্যাটাগরিতে মিনিটে ৬২ বার বল নিক্ষেপ ও ধরে বিশ্বরেকর্ড গড়েন। জুবায়ের মিনিটে ৬৫ বার নেক থ্রো অ্যান্ড ক্যাচেসে বল নিক্ষেপ ও ধরে আগের রেকর্ডটি ভেঙ্গে বিশ্ব সেরার স্বীকৃতি পান। গত ৩০ জুলাই গিনেস বুক অব ওর্য়াল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেয়া এ-সংক্রান্ত স্বীকৃতি পত্রটি জুবায়ের হাতে পৌঁছেছে। এ স্বীকৃতি তাকে অনন্য উচ্চতায় পৌছে দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা রোজী আক্তারের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে সাবেক কাউন্সিলর জালাল আহমেদ এবং আশিকুর রহমান জুবায়ের অনুষ্ঠানের বক্তব্য রাখেন।
এসময উপজেলা পরিদষদের ভাইস চেয়ারম্যান মো. মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালীসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।