বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

লালমোহনে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মস্বীকৃত খুনিদের পরিচয় করিয়ে দেন- এমপি শাওন

লালমোহনে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মস্বীকৃত খুনিদের পরিচয় করিয়ে দেন- এমপি শাওন

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লালমোহন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্কে তরুণ প্রজন্মের কাছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার কে বিনম্র শ্রদ্ধা জানিয়ে তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীদের কে পরিচিয় করিয়ে দেন তখন তরুণ প্রজন্ম তাদের প্রতি শোক প্রকাশ করেন। আর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মস্বীকৃত খুনিদের পরিচয় করিয়ে দিয়েছেন ভালো -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । এসময় তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার প্রতি শোক প্রকাশ করেন আর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মস্বীকৃত খুনিদের পরিচয় করিয়ে দিলে ঘৃণা প্রকাশ করেন। (১৬ আগস্ট) রবিবার লালমোহন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন’র নিজ উদ্যোগে এই ব্যতিক্রম অনুষ্ঠান করেন । এসময় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন,
৭৫’র ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ২৬ জন নারী পুরুষ ও শিশুকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেন।
আগামী দিনের নতুন প্রজন্মের হাতে বঙ্গবন্ধুর আর্দশে অসাম্প্রদায়িক চেতনায় তুলে দেয়ার প্রত্যয়ে এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করি ।এই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের সম্পর্কেও জানতে হবে। লালমোহনে সজীব ওয়াজেদ ডিজিটাল পার্কে বিভিন্ন স্কুল মাদ্রাসার কোমলমতি ছাত্র ছাত্রীদের জমায়েত করেন এমপি শাওন । তিনি বলেন তোমরা বড় হয়ে এসব খুনিদের ঘৃণা করবে ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন,মেজবাহ উদ্দিন আরজু,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহীন জুয়েল উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন লালমোহন উপজেলাও পৌরসভা আওয়ামী লীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, , যুব মহিলা লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech