ছিন্নমূল শিশুদের সাথে নিয়ে কেক কাটা,গরীব জনগনের মাঝে শাড়ি লুঙ্গী খাবার বিতরন, ফ্রী ওয়াই ফাই জোন, মাছের পোনা অবমুক্ত করন,বিশেষ দোয়া মোনাজাতসহ বিভাগে কর্মসূচির ভেতর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন করলেন লালমোহন তজুমুদ্দিন বাসী।
এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের আয়োজনে এসব ব্যতিক্রমী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর দু’দিন ব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের উৎসব অব্যাহত থাকে।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিবারের ঋণ কখনোই শোধ হবে না। পিতা মুজিবের পরিবার দেশের জন্য শুধু দিয়েই গেছেন।
এমপি শাওন আরো বলেন এক সময়ের তলা বিহীন ঝুড়ির দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে রুপ নিয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের বহুমাত্রিক উন্নয়ন ও জনগনের কল্যান অব্যাহত থাকে।
এসব অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।