এনামুল হক রিংকু লালমোহন ভোলা প্রতিনিধি:
লালমোহন উপজেলার আসন্ন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের নিছে সভায় উপজেলা আওয়ামীলীগের মৎস্য সম্পাদক মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,
সমাজ কল্যাণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মুরাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েত,উপজেলা মহিলালীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, ছাত্রলীগের আহ্ববায়ক মূর্তজা সজিব, জাহিদুল ইসলাম মুরাদ, মেহেরের রহমান বুলবুল প্রমূখ। এসময় বক্তারা বলেন, আগামী ২০ অক্টোবর ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ শাহিন, শ্রম বিষয়ক সম্পাদক আহসান কবির, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, শ্রমিক লীগ সভাপতি জাকির হোসেন, উপজেলা মহিলা আওয়ামিলীগ সভানেত্রী সাবিনা ইয়াছমিন, পৌর মহিলা আওয়ামীলীগের আহ্ববায়ক সালমা জাহান বুলু, যুগ্ম-আহ্বায়ক পারভীন আক্তার প্রমূখ।