ভোলার বিচ্ছিন্ন উপকূল মনপুরা উপজেলায় করোনা দূর্যোগে ক্যাম্প করে কৃষকের মাঝে ঋন বিতরন কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার দূর্গম দক্ষিণ সাকুচিয়ার সিরাজগঞ্জ বাজারে এই কার্যক্রমের উদ্বোধন ও ঋন বিতরন করেন সোনালী ব্যাংক ভোলা জেলার সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ।
ক্যাম্প উদ্বোধনে মহাব্যবস্থাপক বক্তব্যে বলেন, করোনা দূর্যোগে বিনা সুদে কৃষক ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে সোনালী ব্যাংক। দূর্গম অঞ্চলের কৃষক ঋন সুবিধা পেতে ব্যাংকে যেতে হবে না। সোনালী ব্যাংক নিজ উদ্যোগে ক্যাম্প করে ঋন বিতরন করবে।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, মনপুরা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার রাসেদ মাহমুদ, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।