ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে একশত ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
রবিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত নারী ওই ওয়ার্ডের চান্দু মিয়ার স্ত্রী রহিমা (৪০) বেগম।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম জানান, রোববার আদালতের মাধ্যমে ওই নারীকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।