চরফ্যাশন উপজেলার এওয়াজপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্বাস(৩২)কে গ্রেফতার করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতের মাধ্যতে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চরতোফাজ্জল গ্রামের জামাল মিয়ার ছেলে আব্বাস উদ্দিন(৩২) এওয়াজপুর গ্রামে ভিকটিমের বসতঘরের পশ্চিম ভিটায় পিচনের বারেন্দায় ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। শশীভূষণ থানা পুলিশের এস আই দিপাংকর কর্মকার ঘটনা স্থল থেকে ধর্ষককে আটক করেন। ধর্ষক আব্বাস চরতোফাজ্জল ৪নং ওয়ার্ডর মৃত জামাল মিয়ার ছেলে।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে থানায় নারী ও শিশুর ৯(১)ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে যারনং ৩ । ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্যে ভোলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী আব্বাস উদ্দিনকে রবিবারে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।