চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দ্বিমাসিক অবগতি করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার বেলায় ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম কবির। সভায় প্রধান অতিথি ছিলেন, আমিনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মো. ফোরকান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলকমল ইউনিয়ন পরিবার কল্পনা পরিদর্শক অশিত রায়, আমিনাবাদ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আহাদ আলী, পরিবার পরিকল্পনা ভিজিটর তাইবা বেগম মিতু প্রমুখ।