বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালের দুই পৌরসভায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বরিশালের দুই পৌরসভায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বরিশাল জেলায় দুটি পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এ সময় প্রার্থীদের সাথে মতবিনিময় এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি সম্পর্কে প্রার্থীদের সম্যক ধারণা দেয়া হয়।

শুক্রবার সকাল ১১টায় নগরীর কাশীপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।

প্রথমে বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এসএম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমানের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। পরে ওই পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের ২৫ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন তিনি।

একইভাবে বিকেল ৩টায় একই স্থানে উজিরপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গিয়াস উদ্দিন বেপারী, বিএনপির মো. শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী শহিদুল ইসলামের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। একই সময় উজিরপুর পৌরসভার ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ২৪ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেয়া হয়।

প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর এই দুটি পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

এদিকে প্রতীক বরাদ্দের সময় পৃথক মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। এ সময় তাদের ইভিএম পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা দেয়া হয়।

প্রতীক বরাদ্দ পেয়ে নিজ নিজ এলাকায় ফিরেই আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নেমে পড়েন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech