বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশালে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

করোনা সংক্রামণ থেকে রক্ষায় জনগণকে মাস্ক পরতে বাধ্য করতে বরিশালে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এ সময় মাস্ক বিহীন ২৮ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করে পৃথক ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং মো. আবদুল হাই’র নেতৃত্বে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত নগরীর ডিসি অফিস চত্ত্বর, লঞ্চঘাট, গীর্জামহল্লা, চকবাজার এবং সদর রোড এলাকায় অভিযান পরিচালনাকালে মাস্কবিহীন ২১জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে মো. আবদুল হাই’র ভ্রাম্যমান আদালত নগরীর সাগরদী ও বাংলাবাজার এলাকায় মাস্কবিহীন ৭ জন ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় পৃথক ভ্রাম্যমান আদালত করোনা থেকে বাঁচতে জনগনকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন এবং মাস্কবিহীন জনগনের মাঝে মাস্ক বিতরন করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech