সুগন্ধা নদীর পানিতে ভাসছিল এক ব্যক্তির লাশ। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৩ বছর বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, রোববার সন্ধ্যার দিকে উপজেলার বারইকরণ এলাকার সুগন্ধা নদীর চরে আটকা পড়া লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় অর্ধগলিত ওই লাশটি উদ্ধার করে। লাশটি ফুলে পচন ধরেছিল। মুখমণ্ডলে আঘাতের দাগ ছিল।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা মুঠোফোনের সিম চালু করে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. রাশেদুল হক। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে। তিনি বরিশালের কালিজিরা এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল কোম্পানির ডিপোতে স্টোরকিপার পদে চাকরি করতেন।
এ ব্যাপারে জানতে চাইলে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম বলেন, লাশের মুখমণ্ডলে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে। সোমবার ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।