বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

রাজাপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দ্বিতীয় বিয়ে ফাঁস

রাজাপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দ্বিতীয় বিয়ে ফাঁস

ডেস্ক রিপোর্ট ॥
মিথ্যে এবং লুকোচুরি করেও দ্বিতীয় বিয়ে গোপন রাখতে পারলেন না ঝালকাঠির রাজাপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুবায়েত হোসেন। তার বিরুদ্ধে রয়েছে প্রথম স্ত্রীর দায়ের করা একাধিক মামলা।
মোকাম বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের ৬৩/১৯ (সদর) নং মোকদ্দমা সূত্রে জানা যায়, মোঃ জুবায়েত হোসেন বাউফল থানাধীন নুরাইন গ্রামের আলতাফ হোসেন হাওলাদারের পুত্র। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন কৃষি অফিসে ব্লক সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অনৈতিক কর্মকাণ্ডের জন্য চাকুরিতে সাময়িক বরখাস্তাদেশে আছেন।
কোন কোন মামলায় তিনি একাধিকবার জেল খাটলেও সরকারি কর্মকর্তা হিসেবে প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অভিনব কায়দায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সূত্রে জানা যায়, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছেন। বিয়ে পাগল জুবায়েত ২০০৪ সালে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার বটকাজল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রেশমা আক্তার নিপাকে পারিবারিক ভাবে বিবাহ করেন। তৎসময়ে চাকুরি না থাকার সুবাদে নিপার পরিবারের কাছ থেকে চাকুরি নেয়ার নামে বিভিন্ন সময় ১০ লাখের অধিক টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে কৃষি অফিসে চাকুরি নেয়ার নামে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এককালীন ৪ লাখ টাকা গ্রহণ করেন এবং প্রকাশ করেন আমি এই ৪ লাখ টাকা কৃষি অফিসের ঊর্ধ্বতন জনৈক কর্মকর্তাকে উৎকোচ বাবদ হলুদ খামে ভরে উপহার দেব। তাহলেই আমি চাকুরিটা পাব। সরল বিশ্বাসে নিপার পরিবার ধার-দেনা করে জামাই বাবুর হাতে টাকা তুলে দেন।
দাম্পত্য জীবনে নিপার ২ সন্তান রয়েছে। প্রতারক জুবায়েত টাকা পাবার লোভে বারবার নিপার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য বাবা-ভাইয়ের হাতে পায়ে ধরে যৌতুকলোভী জুবায়েত এর হাতে আবারো নিজের গলার হার, কানের ঝুমকা, হাতের বালা, গলার চেইনসহ ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করে। তাতেও খ্যান্ত হয়নি জুবায়েত। মানসিক যন্ত্রনা বাড়ানোর জন্য বিভিন্ন স্থানে অবৈধভাবে রাত্রি যাপন করতো জুবায়েত। পরে নিপা জানতে পারে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তর উত্তমপুর গ্রামের কাজী মোঃ আফজাল ও মোসাঃ নাছিমা বেগম দম্পতির কন্যা মোসাঃ তামান্না আক্তার নামের এক নারীকে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিত দ্বিতীয় বিয়ে করেন। সম্প্রতি প্রকাশ পায় যে, রাজাপুরের এক সাংবাদিকের সোহাগ ক্লিনিকে তামান্না এক পুত্র সন্তানের জন্ম দেন। যার পিতা জুবায়েত। যা ২১৩/৫১৩৫ নং রেজিস্ট্রারে ০৯-০১-২০২১ তারিখে নিবন্ধিত আছে। বারবার আদালতে দ্বিতীয় বিয়ে অস্বীকার করলেও সোহাগ ক্লিনিকে তিনি বিষয়টি গোপন করেন নি। শুধুমাত্র আদালতের চোখে ধুলা দেয়ার জন্য বারবার তিনি মিথ্যার আশ্রয় নিয়ে বিচার-ব্যবস্থাকে প্রভাবিত করছেন।
নাবালক শিশু সন্তান নিয়ে স্বামীর অধিকার ফিরে পেতে সরকারের বিভিন্ন দপ্তরসহ আদালতের বারান্দায় ঘুরছেন দু’সন্তানের জননী অসহায় রেশমা আক্তার নিপা। বাচ্চাদের ভরণ-পোষণ, নিজের স্বামীর অধিকার পাওয়ার জন্য বারবার আদালতের কাঠগড়ায় পিতৃস্নেহ বি ত শিশুদের নিয়ে হাজির হলেও মিথ্যুক প্রতারক, লম্পট, জুবায়েত’র মনে কোন করুণাই পায়নি। বিচার-ব্যবস্থা চলমান থাকলেও জামিনে বের হয়ে নিপাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। ভরণ পোষণ দেয়া তো দূরের কথা বিভিন্ন ষড়যন্ত্র করে আদালতে উপস্থিত হতেও সাঙ্গপাঙ্গসহ দলবল নিয়ে বিভিন্ন ভাবে যাত্রাপথ রুদ্ধ করে বলে মামলা তুলে না নিলে যে কোন সময় অদৃশ্য করে দেবে নিপাকে।
এখানেই সে ক্ষ্যান্ত হয়নি দ্বিতীয় বউয়ের বাচ্চা ও তার ছবি আদালতে প্রমাণস্বরূপ দাখিল করার জন্য নিপা সাংবাদিক পাঠালে সেখানে গিয়ে জুবায়েত বাহিনীর হাতে লাঞ্ছিত হন সাংবাদিক। ভেঙে ফেলা হয় ক্যামেরা ও মোবাইল। উদ্দেশ্যে ছিল সকল প্রমাণাদি গায়েব করা।
এ ব্যাপারে তাকে একাধিকবার ফোন করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
রাজাপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দ্বিতীয় বিয়ে ফাঁস
ডেস্ক রিপোর্ট ॥
মিথ্যে এবং লুকোচুরি করেও দ্বিতীয় বিয়ে গোপন রাখতে পারলেন না ঝালকাঠির রাজাপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুবায়েত হোসেন। তার বিরুদ্ধে রয়েছে প্রথম স্ত্রীর দায়ের করা একাধিক মামলা।
মোকাম বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের ৬৩/১৯ (সদর) নং মোকদ্দমা সূত্রে জানা যায়, মোঃ জুবায়েত হোসেন বাউফল থানাধীন নুরাইন গ্রামের আলতাফ হোসেন হাওলাদারের পুত্র। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন কৃষি অফিসে ব্লক সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অনৈতিক কর্মকাণ্ডের জন্য চাকুরিতে সাময়িক বরখাস্তাদেশে আছেন।
কোন কোন মামলায় তিনি একাধিকবার জেল খাটলেও সরকারি কর্মকর্তা হিসেবে প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অভিনব কায়দায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সূত্রে জানা যায়, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছেন। বিয়ে পাগল জুবায়েত ২০০৪ সালে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার বটকাজল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রেশমা আক্তার নিপাকে পারিবারিক ভাবে বিবাহ করেন। তৎসময়ে চাকুরি না থাকার সুবাদে নিপার পরিবারের কাছ থেকে চাকুরি নেয়ার নামে বিভিন্ন সময় ১০ লাখের অধিক টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে কৃষি অফিসে চাকুরি নেয়ার নামে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এককালীন ৪ লাখ টাকা গ্রহণ করেন এবং প্রকাশ করেন আমি এই ৪ লাখ টাকা কৃষি অফিসের ঊর্ধ্বতন জনৈক কর্মকর্তাকে উৎকোচ বাবদ হলুদ খামে ভরে উপহার দেব। তাহলেই আমি চাকুরিটা পাব। সরল বিশ্বাসে নিপার পরিবার ধার-দেনা করে জামাই বাবুর হাতে টাকা তুলে দেন।
দাম্পত্য জীবনে নিপার ২ সন্তান রয়েছে। প্রতারক জুবায়েত টাকা পাবার লোভে বারবার নিপার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য বাবা-ভাইয়ের হাতে পায়ে ধরে যৌতুকলোভী জুবায়েত এর হাতে আবারো নিজের গলার হার, কানের ঝুমকা, হাতের বালা, গলার চেইনসহ ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করে। তাতেও খ্যান্ত হয়নি জুবায়েত। মানসিক যন্ত্রনা বাড়ানোর জন্য বিভিন্ন স্থানে অবৈধভাবে রাত্রি যাপন করতো জুবায়েত। পরে নিপা জানতে পারে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তর উত্তমপুর গ্রামের কাজী মোঃ আফজাল ও মোসাঃ নাছিমা বেগম দম্পতির কন্যা মোসাঃ তামান্না আক্তার নামের এক নারীকে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিত দ্বিতীয় বিয়ে করেন। সম্প্রতি প্রকাশ পায় যে, রাজাপুরের এক সাংবাদিকের সোহাগ ক্লিনিকে তামান্না এক পুত্র সন্তানের জন্ম দেন। যার পিতা জুবায়েত। যা ২১৩/৫১৩৫ নং রেজিস্ট্রারে ০৯-০১-২০২১ তারিখে নিবন্ধিত আছে। বারবার আদালতে দ্বিতীয় বিয়ে অস্বীকার করলেও সোহাগ ক্লিনিকে তিনি বিষয়টি গোপন করেন নি। শুধুমাত্র আদালতের চোখে ধুলা দেয়ার জন্য বারবার তিনি মিথ্যার আশ্রয় নিয়ে বিচার-ব্যবস্থাকে প্রভাবিত করছেন।
নাবালক শিশু সন্তান নিয়ে স্বামীর অধিকার ফিরে পেতে সরকারের বিভিন্ন দপ্তরসহ আদালতের বারান্দায় ঘুরছেন দু’সন্তানের জননী অসহায় রেশমা আক্তার নিপা। বাচ্চাদের ভরণ-পোষণ, নিজের স্বামীর অধিকার পাওয়ার জন্য বারবার আদালতের কাঠগড়ায় পিতৃস্নেহ বি ত শিশুদের নিয়ে হাজির হলেও মিথ্যুক প্রতারক, লম্পট, জুবায়েত’র মনে কোন করুণাই পায়নি। বিচার-ব্যবস্থা চলমান থাকলেও জামিনে বের হয়ে নিপাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। ভরণ পোষণ দেয়া তো দূরের কথা বিভিন্ন ষড়যন্ত্র করে আদালতে উপস্থিত হতেও সাঙ্গপাঙ্গসহ দলবল নিয়ে বিভিন্ন ভাবে যাত্রাপথ রুদ্ধ করে বলে মামলা তুলে না নিলে যে কোন সময় অদৃশ্য করে দেবে নিপাকে।
এখানেই সে ক্ষ্যান্ত হয়নি দ্বিতীয় বউয়ের বাচ্চা ও তার ছবি আদালতে প্রমাণস্বরূপ দাখিল করার জন্য নিপা সাংবাদিক পাঠালে সেখানে গিয়ে জুবায়েত বাহিনীর হাতে লাঞ্ছিত হন সাংবাদিক। ভেঙে ফেলা হয় ক্যামেরা ও মোবাইল। উদ্দেশ্যে ছিল সকল প্রমাণাদি গায়েব করা।
এ ব্যাপারে তাকে একাধিকবার ফোন করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech