বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

বরিশালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

জেলা প্রশাসন পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় দোয়া-মোনাজাত এবং পাইলিং কাজ শুরুর মধ্য দিয়ে ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়। নগরীর বান্দ রোড সংলগ্ন অডিটরিয়ামের (সাউথ কিং) পাশের জমিতে ভবন নির্মান কাজের ভিত্তি উদ্বোধন করে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার রায়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়াও, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এসএম ইকবাল ও কাজল ঘোষ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও উন্নয়ন সংগঠক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, ‘বান্দ রোডের পাশে প্রায় ১০০ শতাংশ সরকারী জমিতে ৬তলা ভীত বিশিস্ট একতলা ভবন নির্মানে প্রাথমিকভাবে দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। পরবর্তীতে বহুতল করার জন্য আরও ৫ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। ৬ তলা ভবনের প্রতি তলায় ৩ হাজার ৫শ’ স্কয়ার ফিট ব্যবহারযোগ্য স্পেস (জায়গা) থাকবে। মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মানের দায়িত্ব পেয়েছে।’ নতুন স্কুল ভবন নির্মানে সকলের সহযোগীতা চেয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ২০১৭ সালে নগরীর জিলা স্কুলের অব্যবহৃত কলেজ ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech