ভোলা প্রতিনিধি:
কোস্ট জলবায়ু ফোরাম ভোলা সদর উপজেলা কমিটির উদ্যোগে উত্তর-পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাইমারি স্কুলের নতুন ভবননির্মাণ কাজের অগ্রগতি বিষয় আলোচনা করেন উপজেলা সহকারী প্রকৌশলী আমিরুল ইসলাম ও সভাপতি মোকােম্মেল হক মিলন,নূরুল ইসলাম, মঈনুল ইসলাম,হারুন রশিদ শিমুল, মেম্বার -মোশারেফ হোসেন, ও রাজিব ঘোষ এবং প্রধান শিক্ষক মেহেরুননেছা ।তারা সবাই টেকসই উন্নয়ন সহ জন স্বার্থে ভবনটিকে কাজে লাগানোর বিষয় গুরুত্ব দেন।