বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সমাজ থেকে মাদক নির্মুলে মূল্যবোধেরও পরিবর্তন ঘটাতে হবে – র‍্যাব-৮ এর অধিনায়ক

সমাজ থেকে মাদক নির্মুলে মূল্যবোধেরও পরিবর্তন ঘটাতে হবে – র‍্যাব-৮ এর অধিনায়ক

????????????????????????????????????

শামীম আহমেদ ॥ র‌্যাব-৮ এর অধিনায়ক মোঃ জামিল হাসান বলেছেন, মাদক বড় আকারের একটি সামাজিক সমস্যা। পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদকসেবী, ব্যবসায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় ও আনছে।

তবে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সমাজের প্রতিটি মানুষের মূল্যবোধের পরিবর্তন ঘটাতে হবে।

 

আজ রোববার (১৪ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দফতরে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

এসময় তিনি বলেন, দক্ষিনাঞ্চলের ১১ টি জেলার বৃহত্তর এলাকা জুড়ে র‌্যাব-৮ তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ কাজকে আরো গতিশীল করতে সকলের সহযোগীতা প্রয়োজন। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী বরিশালে আসবেন এরকম সরকারি কোন নির্দেশনা এখনো তারা পাননি।

মতবিনিময় সভায় র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোঃ মিজানুর রহমান, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সংবাদ পত্র পরিষদ সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল,বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন সভাপতি হুমাউন কবীর, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল মহানগর বেতার প্রতিনিধি কাজী মকবুল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech