লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় নিজ ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. নোমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৩নং ওয়র্ডের কুলচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান ওই এলাকার মো. সিরাজের ছেলে। পুলিশ জানায়, নোমান সকালে তাদের ঘর মেরামতের কাজ করছিল। এসময় লোহার একটি দরজা সরাতে গেলে সেটির সাথে বিদ্যুতের তার লেগে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই। তবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।