লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১১ নং ওয়ার্ডের একটি বাড়িতে মর্টার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয় সে। এসময় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল লালমোহন পৌরসভা ১১নং ওয়ার্ডের হাজ্বী বাড়ির মো. সাদেক মিয়ার ছেলে ।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুঘর্টনার খবর পেয়েছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।