ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুন) ঘোষেরহাট-বাংলাবাজার সড়কের গুইংয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল চর মাদরাস ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুনাফ বেপারী ছেলে। তিনি বিদ্যুতের মিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবক মোটরসাইকেল নিয়ে নীলকমল থেকে ঘোষেরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘোষেরহাট এলাকায় বিদ্যুতের ছেড়ে তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
দুলারহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।