এনামুল হক রিংকু লালমোহন( ভোলা):
ভোলা লালমোহন ও তজুমুদ্দিনে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করতে ৫ দিনের সফরে আসছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি ১৮ জুন রোজ শুক্র বার লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করেছেন । রবিবার সকালে এমপি শাওন তার নিজ নির্বাচনীয় এলাকার লালমোহন উপজেলার ধলী গৌর নগর ইউনিয়নের (মঙ্গলসিকদার লঞ্চ ঘাটে স এসে পৌঁছবেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানাযা এমপি শাওন তার নির্বাচনীয় এলাকাজুড়ে বিভিন্ন উন্নয়ন মূল কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করবেন ।
পড়ে তিনি বুধবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্য রওনা করবেন।