ভোলা॥
ভোলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দুপুরের খাবার(মিড-ডে মিল) চালু করেছেন স্কুল কর্তৃপক্ষ। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা হারে টাকা নিয়ে দুপুরে মিড-ডে মিল চালু করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে মিড-ডে মিল চালু করেছেন স্কুল কর্তৃপক্ষ। সরকারের সিদ্বান্ত মোতাবেক উপজেলার প্রায় সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মিড-ডে মিল চালু করার খবর পাওয়া গেছে।
মিড-ডে মিল আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের সাথে অংশগ্রহন করে উদ্ভোধন করেন, অত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আবু সাইয়েদ, আনিসুল রহমান, জাহাঙ্গীর আলম, মোঃআলীসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মিড-ডে মিল চালু হওয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে খুশির আমেজ লক্ষ করা গেছে।