ভোলায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক মেম্বার পুত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটার সময় সদর উপজেলার পৌর নবীপুর ০৩নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ তানজিল (২০)। সে উপজেলা আলীনগর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের মেম্বার তরিকুল ইসলাম (তরির) ছেলে বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার পৌর নবীপুর এলাকায় অভিযান চালায়। এসময় পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ তানজিলকে আটক করা হয়।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।