শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বরিশাল জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বশিাল অশ্বিনী কুমার হল চত্বরে সকাল ১০টায় শ্রমিক নেতা এ্যাড. এ. কে আজাদ এর সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২১ সালের ৮ জুলাই নারায়ণগঞ্জ সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক হত্যা ও শতাধিক আহত করায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি (২) কারখানায় বা কর্মস্থলের নিরাপত্তা বিধান (৩) আহত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান (৪) অগ্নিকান্ডে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি (৫) নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ সহ শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ, শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধ, বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বুক প্রদান, রেশনিং ব্যবস্থা চালু, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সারা বছরের কাজ এবং ষাটোর্ধদের পেনশন দেয়ার দাবীতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এম.জি ফারুক, শেখ মোঃ আবুল হাসেম, জে. কে মুকুল, মোঃ ফয়েজ আহম্মেদ, মোঃআঃরব হাওলাদার, মোঃ আলাউদ্দিন মোল্লা, মোঃ আল আমিন, রনী তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করে শ্রমিক নেতা তুষার সেন।
বক্তারা অবিলম্বে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত এবং আহত শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের আহবান জানান।
সভায় দলিত পরিষদের ন্যায্য দাবীসমূহ মেনে নেয়ার আহবান জানানো হয়। আগামী ১৯ সেপ্টেম্বর অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সমাবেশ বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে সকাল ১০টা অনুষ্ঠিত হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহবানে উপরোক্ত দাবীতে স্মারকলিপি প্রদান সফল করার জন্য শ্রমিক কর্মচারী সহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয়।