সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বরিশাল জোনে জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সওজ জোনাল কার্যালয়ের হলরুমে এই গণশুনানিতে বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এ সময় বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলকে আরও উদ্যাগী হয়ে যথা সময়ে প্রকল্পের কাজ সমাপ্ত করার তাগিদ দেন। প্রকল্পের ব্যয় না বাড়িয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য জোনের সকল পর্যায়ের প্রকৌশলীদের নির্দেশ দেন তিনি।
গণশুনানিতে সওজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, ঝালকাঠী জেলার নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাসেল, উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান, উপ-বিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।