শামীম আহমেদ ॥
বরিশালে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা ও রাহুল বড়ুয়া। এছাড়া জেলা প্রশাসনের এনডিসি মো. নাজমূল হুদা, সরকারি-বেসরকারি ব্যাংক, বিসিক, উইমেন চেম্বার এবং জেলা চেম্বারের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, করোনাভাইরাসের প্রভাবে দেশের ছোট বিভিন্ন শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করছে সরকার। প্রধানমন্ত্রী ঘোষিত ২য় ধাপের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।