বরিশাল:
‘রাজনীতি যার যার, শ্রমিক স্বার্থে এক কাতার, শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধ করো’ এই শ্লোগানে বরিশালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা পরিচালনা পরিষদ। পরবর্তীতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এ. কে. আজাদ, এম জি ফারুক, মো. ফয়েজ, মো. আব্দুর রব, এম এ জলিল প্রমুখ। এসময় তারা বলেন, গত ৮ জুলাই নারায়ণগঞ্জ সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক হত্যা ও শতাধিক আহত করায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, কারখানায় বা কর্মস্থলের নিরাপত্তা বিধান, আহত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান, অগ্নিকান্ডে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ সহ শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ, শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধ, বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বুক প্রদান, রেশনিং ব্যবস্থা চালু, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সারা বছরের কাজ এবং ষাটোর্ধদের পেনশন দেয়ার দাবী করেন তারা।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।