বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরিশালের ৫০ জন করোনাযোদ্ধা চিকিৎসক কে করোনা সুরক্ষার বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের সভাকক্ষে এ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ জন করোনাযোদ্ধা চিকিৎসক কে বিশেষ উপহার সামগ্রী প্রদান করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা তালুকদার এ্যাড মোঃ ইউনুস। এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মনিরুজ্জামান শাহিন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাক্তার মোঃ সাইফুল ইসলাম সহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।