নিজস্ব প্রতিবেদক ॥
মুন্সিগঞ্জের অপহরণ মামলায় বরিশালের এক ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর গোরস্থান রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেসার উদ্দিন জাহাঙ্গির নগরীর গোরস্থান রোড এলাকার বাসিন্দা। তিনি কখনো বরিশালে আবার কখনো ঢাকা কেরানীগঞ্জের ইকুরিয়া থানাধিন কাঠ মসজিদ সংলগ্ন একটি ম্যাচে থাকেন। নেসার উদ্দিন জাহাঙ্গির স্ত্রী আসমা আক্তারের দায়ের করা দুইটি মামলায় গ্রেফতার হলেও তিনি প্রতারণার ফাঁদ পেতেছেন বরিশাল, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জে। নেসার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের উর্ধ্বতণ কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকেন বলে গোরস্থান রোডের প্রতিবেশিরা অভিযোগ করেছেন।
তারা জানিয়েছেন, এই নেসার উদ্দিন জাহাঙ্গির বহু লোককে চাকুরী দেয়ার নাম করে অনেক টাকা নিয়েছেন। তাই নেসার উদ্দিনকে অনেকে খুজঁছেন। কিন্তু তিনি কখনো মুন্সিগঞ্জ, কখনো কেরানীগঞ্জ ও কখনো বরিশালের বিভিন্ন স্পটে অবস্থান নেয়। সর্বশেষ গত সোমবার ভোরে গোরস্থান রোডের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরনণ করা হয়েছে। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালী মডেল থানা।