শামীম আহমেদ ॥
৬ দফা ও ১১ দফার ‘৬৯ গণ অভ্যুত্থান আন্দোলনে বরিশালে ইপিআর বাহিনীর গুলিতে প্রথম শহীদ একে স্কুলের নবম শ্রেণীর ছাত্র আলাউদ্দিনের নামে লেবুখালি সেতুর নাম করনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে আলাউদ্দিন স্মৃর্তি রক্ষায় ঐক্যবন্ধ বরিশাল বাশির ব্যানারে এ কর্মসূচি পালন করে।
আলাউদ্দিন স্মৃর্তি রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক বিএম কলেজ প্রাক্তন (ভিপি) খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,গণফোরাম বরিশাল জেলা কমিটির আহবায়ক এ্যাড, হিরন কুমার দাস মিঠু,গণ সংহতি আন্দোলন জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু,কমিউনিস্ট পার্টি নেতা অধ্যাপক দুলাল মজুমদার,বরিশাল মহিলা পরিষদ সাধারন সম্পাদিক পূস্প রানি চক্রবর্তী, পটুয়াখালী প্রেস ক্লাব সাধারন সম্পাদক কাইউম হোসেন জুয়েল,সমাজতান্ত্রিক দল বাসদ জেলা আহবায়ক ইমরান হাবিব রুমন,শহিদুল ইসলাম সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা দুলাল মজুমদার,বিজন সিকদার ও তুষার সেন প্রমুখ।
বক্তারা এসময় বলেন বরিশাল-পটুয়াখালী পায়রা সহ পর্যটন কেন্দ্র কুয়াকাটার উন্নয়নের আলোর লেবুখালি সেতু শহীদ আলাউদ্দিনের নামে নামকরন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।