বরিশাল:
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর সকরারি বিএম কলেজ মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিকেবি বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। এসময় কৃষি ব্যাংকের বরিশাল বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক, অফিসার বৃন্দ ও সিবিএ’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।