বরিশাল অফিস:
বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ফিতা কেটে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
এ-সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ হাওলাদার ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি মীর আমিন উদ্দিন মোহন, বিসিসি’র ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন প্রমুখ।