শামীম আহমেদ ॥
বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন এর বরিশাল জেলা শাখার উদ্যোগে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকালে মহানগরের একটি রেস্টুরেন্টে এসোসিয়েশনের আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা বজলুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, বরিশাল সদর ইউনিয়নের ইমরান হোসেন, জাহিদুল আলম তুহিন, হেনা বেগম, পারুল বেগম, হাসিনা বেগমসহঅন্যান্য নেতৃবৃন্দ। কেক কাটা শেষে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।