বরিশাল প্রতিনিধি:
সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে কেক কাটেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর বাংলাদেশ পানিসম্পদ উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে পানি ভবনের হল রুমে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সে-সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানিসম্পদ উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার মাইদুল রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রোকন উদ-দৌলা, পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃফজলুর রশিদসহ কর্মকর্তাবৃন্দরা।