বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

তথ্য অধিকার আইনের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে: এমপি শাওন

তথ্য অধিকার আইনের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন তথ্য অধিকার আইনকে যুগান্তকারী উল্লেখ করে বলেছেন, এ আইন প্রয়োগের মধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এতে করে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়। এই আইন যত বেশি প্রয়োগ হবে, রাষ্ট্র ও সমাজে তত বেশি সুশাসন প্রতিষ্ঠার ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে।
বুধবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটিরিয়ামে উপজেলা প্রশাসন ও কোস্ট ট্রাস্টের নাগরিক ফোরামের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা ও পরে মা ইলিশ সংরক্ষণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার ওপর মৎস্য অফিসের আয়োজনে এক সভায়ও প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধিক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কোস্ট ট্রাস্টের ভোলা সমন্বয়কারী রাশিদা বেগমসহ আরও অনেকে।।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech