বরিশাল প্রতিনিধি: বরিশালে ৬ কোটি টাকা মুল্যের তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় একজনকে আটকও করা হয়েছে। বুধবার দুপুরে বরিশাল নগরীর কালিজিরা ব্রীজ এলাকা থেকে এই তক্ষকগুলো উদ্ধার করা হয়।
তক্ষকসহ আটককৃত বাবুল হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার ঘোপেরখাল এলাকার বাসিন্দা। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এস এম তাহসিন রহমান জানান, বন্য প্রানী পাচারের খবরে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত তক্ষক বনে অবমুক্ত করার জন্য বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এবং তক্ষকসহ আটককৃতকে বরিশাল কোতয়ালী মডেল থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে।