গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার গৌরনদী প্রতিনিধি এম. আলম এর বাবা ক্বারী মোহাম্মদ আলী (১০৬) বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তিনি ২০১৭ সালে রাজধানী ঢাকার পুরানা পল্টন জামে মসজিদের মুয়াজ্জিন পদ থেকে অবসর গ্রহন করেন। টানা ৫৫বছর তিনি ওই মসজিদের খেজমত করে জীবন কাটিয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় বরিশালের উজিরপুর উপজেলার বামড়াইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে মরহুমের লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।