বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিএমপির উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা

বিএমপির উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি: বিএমপি পুলিশের জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার, ০১ অক্টোবর বিকেল ৫ টায় কোতোয়ালি মডেল থানাধীন রুপাতলি ২৫নং ওয়ার্ডের  ৩৬ ও ৩৭ নং বিট এলাকার জনসাধারণের সাথে  কোতোয়ালি মডেল থানার আয়োজনে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার ।
এসময় তিনি বলেন, জনগণের সহযোগিতার ওপর পুলিশের সাফল্য অনেকাংশেই নির্ভর করে। তাই পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুলিশকে সহযোগিতা করুন।
তিনি  আরো বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে  দিনের বেলায় শহরের  বিভিন্ন বাসাবাড়িতে  চুরি হচ্ছে। এই চুরি বন্ধে পুলিশের পাশাপাশি আপনাদেরকেও বেশ কিছু পদক্ষেপ নিতে হবে।  যেমন – দিনের বেলায় বাসার কলাপসিবল গেট তালাবদ্ধ করে রাখা,  পাড়া-মহল্লায় পাহারাদারের ব্যবস্থা করা এবং সিসিটিভি স্থাপন করা।
আপনারা যদি এই বিষয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন করেন  তাহলে দেখা যাবে শহর থেকে চুরি অনেকাংশে  বন্ধ হয়ে গিয়েছে।
এছাড়াও এসময় তিনি আগত সর্বসাধারণের সাথে বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য যে,  এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ ফজলুল করিম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা, জনাব মোঃ নূরুল ইসলাম পিপিএম সহ অনন্য কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech