নিজস্ব প্রতিবেদক।। বরিশাল ফটো সাংবাদিক একতা ফান্ড এর আনুষ্ঠানিক পথচলা শুরু।
শুক্রবার (১ অক্টেবর) বাদ মাগরিব নগরীর অশ্নিনী কুমার টাউল হলের ২য় কক্ষে সংগঠনের অস্খায়ী কার্যলয়ে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে একতা ফান্ড’র শুভসুচনা করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন দৈনিক কীর্তনখোলা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ জুয়েল রানা, আজকের বার্তার মোঃ রেদওয়ান রানা, বাংলার বনে পত্রিকার সাফিন আহমেদ রাতুল, আজকের বরিশাল পত্রিকার সাইফুল ইসলাম, প্রথম আলো পত্রিকার মোঃ সাইয়ান, ডেইলি স্টার পত্রিকার টিটু দাস, দক্ষিনাঞ্চল পত্রিকার আবদুর রহমান, সত্য সংবাদ পত্রিকার মোঃ অলিউল ইসলাম অলি, দেশজনপদ পত্রিকার রেজাউল ইসলাম, আলোতিক বরিশাল পত্রিকার আবু কালাম আজাদ (সোহাগ), সময়ের বার্তা পত্রিকার মোঃ লিটন আকন, কলমের কন্ঠ পত্রিকার মো: শামিম খান, তালাশ পত্রিকার সাজ্জাত হোসেন রিদয়, দক্ষিনের কন্ঠ মোঃ সাদ্দাম,হিরন্ময় পত্রিকার তুষার হোসেন তুহিন, বাংলার বনে পত্রিকার মোঃ সুজন হাওলাদার, ভোরের আলো পত্রিকার এন আমিন রাসেল, প্রথম সকাল পত্রিকার আদনান অলি প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্ত্যারা বলেন আমাদের সঞ্চয়ের শুরুটা ছোট পরিষরে পথ চলতে চলতে এক সময় সমাজে মাথা উচুঁ করে দারাবে। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন জামে বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো: মিজানুর রহমান।