বরিশালের গৌরনদী বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাজারে লেপ-তোষক তৈরির একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১২টি দোকান পুড়ে যায়।