বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাছাই করা ইলিশ ভারতে রপ্তানী হওয়ায় স্থানীয় বাজারে সংকট: স্বাভাবিক বলছেন মৎস্য কর্মকর্তারা

বাছাই করা ইলিশ ভারতে রপ্তানী হওয়ায় স্থানীয় বাজারে সংকট: স্বাভাবিক বলছেন মৎস্য কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজনন নিরাপদ করতে রবিবার মধ্য রাত থেকে ২২
দিন সারা দেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলায় সকল নদ-নদী এবং সাগরে ইলিশ সহ
সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সময়ে ইলিশ আহরন,
মজুদ, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দন্ডনীয়। আগামী ২২ দিন বাজারে ইলিশ
পাওয়া যাবে না বলে গতকাল রবিবার শেষ দিন ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে
পড়েছে ক্রেতারা। বরিশালের পোর্ট রোড ইলিশ আড়তে ভীর করেন হাজারো মানুষ।
কিন্তু বাজারে ইলিশ সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বি। এ কারনে আশাভঙ্গ হচ্ছে
তাদের। আড়তদারা বলছেন, বাছাই করা ইলিশ ভারতে রপ্তানী হওয়ায় স্থানীয় বাজারে
ইলিশের সংকট দেখা দিয়েছে। নদীতেও তেমন ইলিশ আহরিত হচ্ছে না। নিষেধাজ্ঞা
শুরুর শেষ সময়ে বাজারে ইলিশ ক্রেতাদের সমাগম স্বাভাবিক বলে জানিয়েছেন মৎস্য
কর্মকর্তারা।
দক্ষিনাঞ্চলের অন্যতম বৃহত মৎস্য বাজার পোর্ট রোড ইলিশ মোকাম সাধারনত সকাল
সকাল ১০টার পর ফাঁকা হয়ে যায়। কিন্তু গতকালের চিত্র ছিলো ভিন্ন। ক্রেতারা হুমড়ী
খেয়ে পড়েছেন ইলিশ কিনতে। দুপুরেও বাজারে ছিলো হাজারো মানুষের ভীর। দিনভর
ছিলো একই চিত্র।
ক্রেতারা বলছেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। অতিথি আপ্যায়ন
সহ নানা প্রয়োজনে ইলিশ প্রয়োজন তাদের। এ কারনে বাজারে এসেছেন তারা।
তবে ইলিশের আকাশচুম্বি দাম হওয়ায় নাখোশ তারা।
মৎস্য বিক্রেতারা বলছেন, নদ-নদীতে তেমন ইলিশ পাওয়া যাচ্ছে। বাজারে ইলিশের
তুলনায় ক্রেতার সমাগম বেশী। ক্রেতারা শেষ দিনে কম দামে ইলিশ কেনার আশায়
বাজারে আসলেও চড়া দাম হওয়ায় ফিরে যাচ্ছেন অনেকে। কেউ আবার বেশী দাম

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech