শামীম আহমেদ ॥
“মানবসম্প উন্নয়নে শিক্ষাকরণের কোন কিকল্প নাই” শিক্ষা জাতীয় করণ চাই” বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক দফা দাবী আদায়ের দাবীতে নগরীতে বণ্যাঢ্য র্যালি সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভিগীয় কমিটি।
আজ মঙ্গলবার (৫ই) অক্টোবর সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিক মাইনুল হাসান সড়কস্থ শহীদ আঃ রব সেরনিয়াবাদ প্রেস ক্লাবে এসে শেষ করে।
পরে প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় বরিশালের সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহম্মদ ইউনুস।
এখানে আরো বক্তব্য রাখেন শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার,সদস্য সচিব রেজাউল করিম,শিক্ষক নেতা গৌরঙ্গচন্দ্র কুন্ড,অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু,অধ্যক্ষ প্রনব বেপারী,প্রধান শিক্ষক শফিউল আজম. অধ্যক্ষ তাহমিনা,প্রধান শিক্ষক মজিবর রহমান,অধ্যক্ষ তাইজুল ইসলাম,অধ্যক্ষ নুর দারাজ,সহকারী প্রধান শিক্ষক হারুন অর রসিদ,প্রধান শিক্ষক জামাল হোসেন,জিয়া শাহীন,অধ্যক্ষ কবির হোসেন,অধ্যক্ষ বিপুল বিহারী,অধ্যক্ষ দেলোয়ার হোসেন,প্রধান শিক্ষক আঃ আলিম,অধ্যাপিক টুনু রানি কর্মকর্মকার,প্রদিপ কুমার হালদার,অধ্যাপক হারুন অর রশিদ,অধ্যাপক মঞ্জুরুল জিসান,অধ্যাপক ইব্রাহিম বিশ্বাস,অধ্যাপক শফিকুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম,অধ্যাপক শোয়েবুর রহমান,অধ্যাপক অমিও কুমার বাচাল,হাবিবুর রহমান ও অধ্যাপিকা শিবানী চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক দিবসের ধারনা পত্র উপস্থাপনা করেনশিক্ষক নেতা অধ্যক্ষ আমিনুর রহমান খোকন। এর পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহম্ম ইউনুসকে সংগঠনের পক্ষ থেকে শিক্ষক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও স্মারক দিয়ে বরন করেন।