শামীম আহমেদ ॥
শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের একদফা দাবী বাস্থবায়নের দাবী জানিয়ে বিশ্ব শিক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা করেছে বাংলাদেশ কলেজ – বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি (বাকবিশিস), বরিশাল জেলা কমিটি।
আজ মঙ্গলবার (৫ই) অক্টোবর সন্ধা ৭টায় নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কস্থ (বাকবিশিস) কার্যলয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আ.ক.ম মিজানুর রহমান সেলিম,বরিশাল বিভাগীয় সহ-সভাপতি অধ্যক্ষ আনিচুর রহমান,সহ- সভাপতি অধ্যক্ষ মোঃ মসিউর রহমান, বাকবিশিস জেলা কমিটি সাধারন সম্পাদক উপধাক্ষ মোঃ আনায়ারুল হক, বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক আঃ ছালাম, সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার।
এসময় আরো বক্তব্য রাখেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, বরিশাল সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ হোসাইন মোঃ ইরসাত,অধ্যাপক মনির হোসেন শাহীন,অধ্যাপক মোঃ রফিকুল হায়দার চৌধুরী ও অধ্যাপক শাহ আজিজুর রহমান।
বক্তরা এসময় বলেন শিক্ষক সমাজ দীর্ঘদিন শিক্ষা জাতীয়করণের দাবীতে আন্দোলন করে যাচ্ছে। শিক্ষক সমাজকে রাস্তায় রেখে ডিজিটাল বাংলাদেশের আগামী দিনের ভবিষৎ শিক্ষার্থীদের তৈরী করা যাবেনা। তাই শিক্ষক সমাজ মনে করে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী দ্রুতই শিক্ষকদের দাবী মেনে নেবে।