গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা সদরের দক্ষিন বিজয়পুর গ্রাম থেকে পুলিশ রাব্বী হোসেন নামে এক কলেজ ছাত্রের গাছের ডালে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, আজ বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদের কোলঘেষে প্রবাহিত পালরদী-মীররে হাট খালের পশ্চিম পাড়ে উপজেলা পরিষদ সংলগ্ন দক্ষিন বিজয়পুর এলাকার একটি গাছের ডালের সাথে গলায় রশি লাগানো অবস্থায় এক তরুনের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়।
এলাকা বাসী জানায়, নিহত রাব্বি ওই গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে। সে সরকারি গৌরনদী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাব্বী আত্মহত্যা করেছে। তরে এর কোন কারন এখনও জানা জায়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।