বরিশাল:
‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক হোসেন, বরিশাল জোনের চিফ ইউনিসেফ এএইচ তৌফিক আহমেদ, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ। শুরুতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন অতিথিরা। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।