বরিশাল:
টানা ৪৪দিন পর দূর্গোৎসবে বরিশালে ফিরলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গত ১৮ আগস্ট প্রশাসন ও পুলিশের সাথে আওয়ামী লীগের সংঘাতের তুলকালাম কান্ডের পর তিনি এতোদিন ঢাকায় অবস্থান করেছিলেন। দূর্গোৎসব উপলক্ষে গতকাল রবিবার বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকার ৪৫টি পুজা মন্ডপে বিসিসির ২৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মেয়র সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবন চেক বিতরণকালে মেয়র সাদিক ১৮ আগস্টের ঘটনাকে ইঙ্গিত করে বলেন, এতো বড় ঘটনা হয়েছে। আপনারা দেখছেন আমি কোন প্রতিবাদ করিনি। কারন আমি জানি প্রতিবাদ করলে প্রধানমন্ত্রীর ক্ষতি হবে। তিনি বলেন, ঐ দিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখার দাবী করেছিলেন। আমি জানি ফুটেজটা বেরিয়ে আসলে কি হবে।
মেয়র বলেন, আমি চাই সরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন একত্রে কাজ করুক। তা না করলে সাসটেনেবল ডেভেলপমেন্ট হবে না।
তিনি আরও বলেন, রাজনীতি পেটে ভাত দেয়ার জন্য নয়, এটি আদর্শের জন্যে। তিনি দলের প্রশসংসা করে বলেন, ছাত্রলীগ, মহানগর আওয়ামী লীগ টিকাদান কর্মসুচী, ত্রান সফলভাবে দিয়েছে। কিন্তু যদি কে কত টেন্ডার দিতে পারবে- এটা তো ছাত্রলীগের কাজ নয়। তিনি বলেন, সবার মত স্রোতে ভেসে যাই, তাল দিয়ে চলি, তাহলে এসব হতো না।
মেয়র সাদিক বলেন, এই যে ঘটনা ঘটেছে তাতে ব্যক্তিগতভাবে আমার জনপ্রিয়তা বেড়েছে। ফেসবুকে আমার ফলোয়ার বাড়ছে। ঢাকা শহরের মানুষ আমাকে দেখে ফিরে তাকাতেন। এই যে আমি দিতেছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারন সম্পাদক মানিক মূখার্জী, মহানগর সভাপতি তমাল মালাকার, সাধারন সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, মৃনাল কান্তি শাহা, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক প্রমূখ।